SAMRAT'S WORK

তোতা গাছে আতা পাখি

সম্রাট বাড়ৈ

তোতা গাছে আতা পাখি, মলিম গাছে ডাউ

রাত দুইটায় প্রসেনজীত বলে, আউ মাউ খাউ

গরুর হাড্ডি শক্ত দেখে কুত্তার হাড্ডি চাউ।


গান - ফাঁসির দড়িতে কংসীর মাথা

সম্রাট বাড়ৈ

ফাঁসির দড়িতে কংসীর, মাথা কেমনে ভরমু হায় (২)

অর গলাডা মুই পারাইয়া ধইররা, গলাডা মুই পারাইয়া ধইররা

মুগুর দিয়া ছেচমু হায়, কেমনে ভরমু হায়

ফাঁসির দড়িতে কংসীর, মাথা কেমনে ভরমু হায় (২)


চেহারা তো নয়, কাকের বাসা, মধ্যে মধ্যে মাংস ঠাসা (২)

তার উপরে সাপের খোঁসা (২)

পঁচা গন্ধ সারা গায়, কেমনে ভরমু হায়

ফাঁসির দড়িতে কংসীর, মাথা কেমনে ভরমু হায় (২)


স্বভাবেরই দোষ নইলে কি আর, কংসীটির এমন ব্যবহার (২)

বাড়ি ছেড়ে কংসী আমার (২)

আগান-বাগানে বেড়ায়, কেমনে ভরমু হায়

ফাঁসির দড়িতে কংসীর, মাথা কেমনে ভরমু হায় (২)


কংসী রইলি আটার মাঝে, হাত-পা লাগে না কোনো কাজে (২)

হাত-পা গুলা ছেঁচে ছেঁচে (২)

বেগুন ভর্তা করমু হায়, কেমনে ভরমু হায়

ফাঁসির দড়িতে কংসীর, মাথা কেমনে ভরমু হায় (২)